টঙ্গীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং নীলাচল রোডে ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব ফয়েজ আহম্মেদ মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, স্বাস্থ্য ও জনকল্যাণ বিষয় সম্পাদক জাকির হাসান খোকন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী থানা যুবলীগের সভাপতি এম এ সাত্তার মোল্লা, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ এহসানুল আলম ফরাজী, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজু, ৪৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল হক প্রধান লিটন, মহানগর যুবলীগের নেতা মোঃ আরিফুর রহমান পলাশ,

৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহাজাদা সেলিম লিটন, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন জয়, ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব যুবলীগ নেতা আক্তার সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হাসান উদ্দিন প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

“তরুন প্রজন্ম ৪৭” সামাজিক সংগঠন এর স্যানিটাইজার, ও মাস্ক বিতরন

“তরুন প্রজন্ম ৪৭” সামাজিক সংগঠন উদ্যোগে কোভিড – ১৯ থেকে নিজেকে এবং সমাজের সকল শ্রেণীর মানুষ কে সচেতন থাকার জন্য গাজীপুর সিটি কর্পোরেশন এর ৪৭ নং ওয়ার্ডে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ও সচেতনতামুলক লিফলেট বিতরন কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন টংগী পূর্ব থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও সংগঠন এর বিভিন্ন পর্যায়ের কর্মীগন। কর্মসূচীতে ৪৭ নং ওয়ার্ড কে বিভিন্ন ইউনিটে বিভক্ত করে ( মরকুন, শিলমুন, পশ্চিম পাড়া) প্রায় শতাধিক কর্মী দলে দলে বিভক্ত হয়ে জনসাধারনের মাঝে প্রায় ৫০০ হ্যান্ড সানিটাইজার, ৩০০০ লিফলেট, ১০০ মাস্ক বিতরন করেন।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব দিপু কে অবাঞ্ছিত ঘোষণা টঙ্গীর সামাজিক সংগঠন – উত্তরন

টঙ্গীর সামাজিক সংগঠন উত্তরণ এর উদ্যোগে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও কুশপুতুলে আগুন দেওয়ার মধ্য দিয়ে উত্তাল রয়েছে শিল্পনগরী টঙ্গীর রাজপথ। এ সময় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব দিপু কে অবাঞ্ছিত ঘোষণা করেন টঙ্গীর সামাজিক সংগঠন – উত্তরন

গাজীপুর-২ আসনের প্রয়াত সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির (জাপা) যুগ্ম-মহাসচিব পদ দেয়ার প্রতিবাদে ঢাকা-সিলেট হাইওয়েতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে সামাজিক সংগঠন উত্তরন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে নুরুল ইসলাম দিপু ও জাপা চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুতুলে আগুন দেয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ শেষে টি এন্ড টি বাজার এলাকায় এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

টঙ্গী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ এহসানুল আলম এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, টি এন্ড টি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, উত্তরন এর সাংগঠনিক সম্পাদক রাকিব, ৪৭ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাজ্‌ মাসুম, নাইম, দুর্জয়, হৃদয়, সুভ সহ অন্যান্য সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ক্রিকেট একাডেমীর উদ্যোগে মাসব্যাপী ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ক্রিকেট একাডেমীর উদ্যোগে জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক খেলোয়ার কোচ দ্বারা বোলার ও ব্যাটসম্যান্ট ট্যালেন্ট হান্টিং ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রোববার টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আম্পেয়ার শহিদুল ইসলাম জঙ্গীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়ার শাহরিয়ার নাফিস। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, খেলোয়ার আবু নাসের বুলবুল, কাজী সালাহ উদ্দিন সোহেল, জিএম ইভান, মনির হোসেন, আরিফুর রহমান পলাশ, এহসানুল আলম ফরাজী, আরিফ খান প্রমুখ।
উল্লেখ্য টঙ্গীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে খেলাধূলায় উৎসাহিত করার লক্ষ্যে এবং প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়ার তৈরির লক্ষ্যে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমীর উদ্যোগে জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক খেলোয়ার এবং কোচ দ্বারা বোলার ও ব্যাটসম্যান ট্যালেন্ট হান্টিং করার লক্ষ্যে মাসব্যাপী ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প চালু করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ১লা ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত নবীন খেলোয়ার ছাত্রছাত্রীদের রেজিষ্ট্রেশন ৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত যাচাই বাছাই, ১৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পিং সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খেলোয়ারদের প্রশিক্ষণ।

ছবির ক্যাপশন: ছবি-১ ও ২ টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ক্রিকেট একাডেমীর উদ্যোগে জাতীয় কিক্রেট দলের বর্তমান ও সাবেক খেলোয়ার কোচ দ্বারা বোলার ও ব্যাটসম্যান ট্যালেন্ট হান্টিং মাসব্যাপী ফ্রি প্রশিক্ষণ ক্যাম্পের ফরম বিতরণ করছেন জাতীয় ক্রীকেট দলের খেলোয়ার শাহরিয়ার নাফিস।

Design a site like this with WordPress.com
শুরু করুন